সৌদি আরবে কাজের জন্য ভিসাকে বলা হয় “ওয়ার্ক ভিসা” (Work Visa)। এটা সরকারিভাবে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় (Ministry of Human Resources and Social Development) অনুমোদন দেয়।
ধাপে ধাপে ভিসা পাওয়ার নিয়ম
১. চাকরির অফার লেটার (Job Offer)
প্রথমে সৌদি আরবের কোনো কোম্পানি আপনাকে চাকরির প্রস্তাব (Offer Letter) দিতে হবে।
-
এখানে কাজের ধরন, বেতন, সুযোগ-সুবিধা লেখা থাকে।
-
সবসময় চেষ্টা করবেন কোম্পানি যেন সরকারিভাবে রেজিস্টার্ড থাকে।
২. ভিসা অনুমোদন (Visa Approval)
চাকরির প্রস্তাব পাওয়ার পর সৌদি কোম্পানি তাদের দেশের শ্রম মন্ত্রণালয় থেকে আপনার জন্য ভিসা অনুমোদন (Visa Approval) নেবে।
-
এটা ছাড়া আপনার নামে ভিসা ইস্যু হবে না।
৩. এজেন্সি বা রিক্রুটিং এজেন্ট
বাংলাদেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করা হয়।
-
দালাল বা অজানা লোক দিয়ে ভিসা করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বেশি।
-
সর্বদা BMET (বুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেইনিং) অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করবেন।
৪. মেডিকেল টেস্ট
সৌদি আরবে যাওয়ার আগে আপনাকে GAMCA মেডিকেল টেস্ট দিতে হবে।
-
এতে শরীরের বিভিন্ন পরীক্ষা (রক্ত, এক্স-রে, ব্লাড প্রেশার ইত্যাদি) করা হয়।
-
ফিট সার্টিফিকেট ছাড়া ভিসা পাবেন না।
৫. তাকামল পরীক্ষা (Skill Verification Test)
এখন অনেক ট্রেডে (যেমন ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার ইত্যাদি) সৌদি আরবে কাজ পেতে হলে তাকামল পরীক্ষা বাধ্যতামূলক।
-
এই পরীক্ষায় পাস করলে বুঝাবে আপনি কাজটা জানেন।
-
ফেল করলে ভিসা আটকে যাবে।
৬. ভিসা স্ট্যাম্পিং
সব ধাপ শেষ হলে আপনার পাসপোর্টে সৌদি এম্বাসি থেকে ভিসা লাগানো হয়।
-
একে বলে ভিসা স্ট্যাম্পিং।
-
এটা হলে বুঝতে হবে আপনি আনুষ্ঠানিকভাবে সৌদি যাওয়ার অনুমতি পেয়েছেন।
৭. BMET রেজিস্ট্রেশন ও ইমিগ্রেশন
শেষ ধাপে আপনাকে BMET-এ রেজিস্ট্রেশন করতে হবে।
তারপর বিমানবন্দর থেকে ইমিগ্রেশন হয়ে সৌদি আরবের ফ্লাইটে উঠতে পারবেন।
সতর্কতা
-
ভিসার জন্য কখনোই দালাল বা অবৈধ পথে টাকা দিবেন না।
-
সবসময় সরকার অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করুন।
-
প্রতিটি কাগজপত্র (চাকরির অফার লেটার, চুক্তি) ভালোভাবে পড়ে বুঝে নিন।
শেষ কথা
সৌদি আরবে কাজের ভিসা পাওয়া আসলে খুব কঠিন কিছু নয়—যদি আপনি সঠিক নিয়মে এগোন।
চাকরির অফার লেটার, মেডিকেল, তাকামল পরীক্ষা—সব ধাপ শেষ করলে আপনার ভিসা নিশ্চিত।
তাই সচেতন থাকুন, প্রতারণা থেকে বাঁচুন, আর নিয়ম মেনে ভিসা প্রসেস করুন। তাহলেই আপনার সৌদি যাত্রা হবে সফল।